ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

৫ পৌরসভায় মেয়র পদে খেলাফতের প্রার্থী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
৫ পৌরসভায় মেয়র পদে খেলাফতের প্রার্থী

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে খেলাফত মজলিসের পক্ষ থেকে সারাদেশে ৫টি পৌরসভায় মেয়রপদে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) খেলাফত মজলিসের অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলাফত মজলিস মনোনীত মেয়র প্রার্থীরা হলেন- মানিকগঞ্জের সিংগাইরে মাওলানা আশরাফ আলী (মানিকগঞ্জ জেলা সভাপতি), টাঙ্গাইলে মাওলানা হাসানাত আল আমীন (টাঙ্গাইল জেলা সেক্রেটারি), সিলেটের জকিগঞ্জে মো. জাফরূল ইসলাম (জকিগঞ্জ উপজেলার সহ-সভাপতি), সিলেটের গোলাপগঞ্জে আমিনুল ইসলাম (গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি) এবং মৌলভীবাজারের কমলগঞ্জে মো. নজরুল ইসলাম।

দলের পক্ষ থেকে মনোনয়নের প্রত্যয়নপত্রে সই করেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।