ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ধুনটে মনোনয়ন না পেয়ে আ.লীগ নেতার পদত্যাগ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
ধুনটে মনোনয়ন না পেয়ে আ.লীগ নেতার পদত্যাগ

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দল থেকে পদত্যাগ করেছেন বর্তমান পৌর কাউন্সিলর আল-আমিন তরফদার।

বুধবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।



আল-আমিন তরফদার ধুনট পৌর এলাকার ৮নং ওয়ার্ডের জিঞ্জিরতলা গ্রামের বাসিন্দা। তিনি ধুনট উপজেলা, পৌর ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

এ বিষয়ে আল-আমিন তরফদার জানান, দলীয় মনোনয়ন না দিলেও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন তিনি। নির্বাচন করবেন এটাই তার শেষ কথা।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বাংলানিউজকে জানান, কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আল-আমিন তরফদার মেয়র পদে নির্বাচন করবেন, তাই দল থেকে পদত্যাগ করে ঠিক কাজ করেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।