ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

মনোনয়ন বাতিলের খবরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
মনোনয়ন বাতিলের খবরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর মৃত্যু মো. এনামুল হক

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. এনামুল হকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) নিজের মনোনয়নপত্র বাতিলের খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন এনামুল হক।



দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টায় তার মৃত্যু হয়।

বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।

সূত্র জানায়, শনিবার জেলার ৮টি পৌরসভার প্রার্থীদের নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়ে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে। বিকেলে গোপালপুর পৌরসভায়  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনামুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এ খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন এনামুল হক। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় ‍তার।

গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শামছুল হুদা বাংলানিউজকে জানান, স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হকের সমর্থনকারী ভোটারের স্বাক্ষর গড়মিল থাকায় বাছাইয়ে তিনি বাদ পড়েন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।