ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন

ঈশ্বরদীতে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
ঈশ্বরদীতে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র মকলেছুর রহমান বাবলুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ঈশ্বরদী পৌর বিএনপি।



পৌর বিএনপির সহ সভাপতি ফিরোজ আহমেদ লিখিত বক্তব্যে বলেন, পৌর বিএনপির সিদ্ধান্ত না মেনে কেন্দ্রীয় বিএনপি সাবেক বিএনপি নেতা মকলেছুর রহমান বাবলুকে মনোনয়ন দিয়েছে। ফলে তারা বাবলুর পক্ষে অংশ নেবেন কিনা নির্বাহী কমিটির সভায় সে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এস এম ফজলুর রহমান, আমিনুর রহমান স্বপন, প্রচার সম্পাদক হাসান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তফা নূরে আলম শ্যামল, সাংগঠনিক সম্পাদক তারিক মাহমুদ সজিব প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।