ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

গোপালগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র ‍বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
গোপালগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র ‍বাতিল তৌফিকুল ইসলাম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বর্তমান মেয়র তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।



রোববার (৬ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গোপালগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী তৌফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করা হয়।

এরআগে গোপালগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র রেজাউল হক সিকদার (রাজু) তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেন।

এদিকে, টুঙ্গিপাড়া পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী ফোরকান বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে ওই পৌরসভায় মেয়র পদে শুধু আওয়ামী লীগের প্রার্থী শেখ আহম্মদ হোসেন মীর্জা রয়েছেন।

দুই পৌরসভার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, কাগজপত্র অসম্পূর্ণ ও তথ্যের মিল না থাকায় সাময়িকভাবে দুই জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিন দিনের মধ্যে তারা প্রয়োজনীয় কাগজ জমা দিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।