ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

মহেশপুরে ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
মহেশপুরে ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে বিধিমালা লংঙ্ঘন করায় দায়ে তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটানিং অফিসার।

রোববার (৬ ডিসেম্বর ) দুপুর ১২টার দিকে রিটানিং অফিসার বিষয়টি জানিয়েছেন।



মনোনয়নপত্র বাতিলকৃতরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী নবিজউদ্দোলা, স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম ও জাসদ মনোনীত প্রার্থী রমজান আলী।

রিটানিং অফিসার জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে জমাকৃত মনোনয়নপত্র বাছাই শেষে তিন প্রার্থীর দাখিলকৃত তথ্যে ভুল ও অনিয়ম রয়েছে তাই তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।