ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

মানিকগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
মানিকগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মানিকগঞ্জ: মানিকগঞ্জে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জনের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রোববার(০৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।



এরা হলেন-৪, ৫, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাজিয়া সুলতানা, ৭, ৮, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোর্শেদা হোসেন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হাবিয়া বেগম।

জেলা রির্টানিং কর্মকর্তা গাজী মো. আসাদুজ্জামান কবির বাংলানিউজকে জানান, মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে একজনের নোটারিতে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর না থাকা, একজনের জাতীয় পরিচয়পত্রে নম্বর ভুল লেখা ও অন্যজনের আয়করের কাগজ জমা না দেওয়ার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
পিসি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।