ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

বরিশালে ৬ পৌরসভায় মেয়র প্রার্থী ও ১৪ কাউন্সিলরের মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
বরিশালে ৬ পৌরসভায় মেয়র প্রার্থী ও ১৪ কাউন্সিলরের মনোনয়ন বাতিল

বরিশাল : বরিশালের ৬ পৌরসভা নির্বাচনে এক মেয়র, ১১ জন সাধারণ ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া মেয়র পদে ২৭ প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ২০২ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।



শনি ও রোববার (৬ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা এ তথ্য জানান।

শনিবার ও রোববার জেলার গৌরনদী, মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর ও মুলাদী পৌর সভার পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই করা হয়।

এর মধ্যে এক মেয়র, ১১ জন সাধারণ ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল হালিম খান জানান, বাতিল মেয়র প্রার্থী হলেন, উজিরপুর পৌরসভার ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান।

রোববার সাধারণ কাউন্সিলর পদে গৌরনদীতে ৩ জন, মেহেন্দীগঞ্জে ১ জন, বানারীপাড়ায় ২ জন, বাকেরগঞ্জে ১ জন ও উজিরপুরে ৪ জনের মনোনায়নপত্র বাতিল করা হয়।

এছাড়াও গৌরনদীতে শনিবার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জনের মনোনায়নপত্র বাতিল করা হয়।

জেলার ৬ পৌরসভার নির্বাচনে অংশগ্রহনেচ্ছুক ৩০৩ প্রার্থী ৩ ডিসেম্বর শেষ দিন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।