ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

নোয়াখালীতে ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
নোয়াখালীতে ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল, চৌমুহনী, বসুরহাট ও হাতিয়াসহ ৪টি পৌরসভায় নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত সব প্রার্থী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বৈধ ঘোষণা করা হয়েছে।

তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে তিনজন ও কাউন্সিলর পদে ১১জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন পৌর নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।



রোববার (০৬ ডিসেম্বর) শেষ দিন নোয়াখালীর ৪টি পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত করা হয়েছে বৈধ প্রার্থীর তালিকা।

নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, মেয়র পদে তিন জন ও কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

জেলা নির্বাচন অফিস বাংলানিউজকে জানায়, চাটখিল পৌরসভায় আয়কর রিটার্ন দাখিল না করায় মেয়র পদে কার্তিক দেবনাথের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

কাউন্সিলর প্রার্থীদের মধ্যে চাটখিল পৌরসভায় ঋণ খেলাপীর দায়ে চাটখিল পৌরসভার আলাউদ্দিন চৌধুরী, আয়কর রিটার্ন দাখিল না করায় ০১ নম্বর ওয়ার্ডের নুরুল আমিন, ৩নম্বর ওয়ার্ডের শেখ কামাল, ০৭ নম্বর ওয়ার্ডের মোশাররফ হোসেন ও ঋণ খেলাপির দায়ে একই ওয়ার্ডের এনায়েত উল্যাহর  মনোনয়ন বাতিল করা হয়।

চৌমুহনী পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্রে দলীয় পরিচয় ও দলীয় মনোনয়ন দাখিল করতে না পারায় আজিজুল বাসার ও মোরশেদুল আমিনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

কাউন্সিলর প্রার্থীদের মধ্যে চৌমুহনী পৌরসভায় সংরক্ষিত ওয়ার্ড ৭, ৮, ৯ এর প্রার্থী সামসুন নাহার আয়কর রিটার্ন দাখিল না করায় তার মনোনয়নবাতিল ঘোষণা করা হয়।

বসুরহাট পৌরসভায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ঋণ খেলাপির দায়ে ৮নম্বর ওয়ার্ডের জাকির হোসেন ও ০৯ নম্বর ওয়ার্ডের বাহার মনোনয়ন বাতিল করা হয়।

হাতিয়া পৌরসভায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করায় ৩নম্বর ওয়ার্ডের  ফিরোজ উদ্দিন, একই ওয়ার্ডের ইমরুল কায়েস এবং ভুয়া সনদপত্র দাখিল করায় ৯নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের মনোনয়ন বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫    
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।