ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ফেনীতে ৩ কাউন্সিলরের মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
ফেনীতে ৩ কাউন্সিলরের মনোনয়নপত্র প্রত্যাহার

ফেনী: ফেনী পৌরসভা নির্বাচনে তিন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা।



সংশ্লিষ্ট সূত্র মতে, ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে কমিশনার প্রার্থী আবদুল্লাহ বাবু ও মাকসুদুর রহমান এবং ১৮ নম্বর ওয়ার্ডের আবুল হোসেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ফলে ১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর হারুন অর রশিদ মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে।

এ পৌরসভায় এ পর্যন্ত সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ ২৪টি কাউন্সিলর পদে ১৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের পথে।

জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক তিন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।