ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

নবীগঞ্জে পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
নবীগঞ্জে পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সুন্দর আলীকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি আসন্ন  (৩০ ডিসেম্বর) পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



আহত সুন্দর আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুন্দর আলী নবীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও পৌর কৃষকদল সেক্রেটারি।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নবীগঞ্জ পৌরসভার নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নতুনবাজার এলাকায় গণসংযোগ শেষে সুন্দর আলী বাড়িতে ফিরতে রিকশায় উঠছিলেন। এ সময় ৭ থেকে ৮ জনের একদল দুর্বৃত্ত তার মাথা ও পায়ে কুপিয়ে পালিয়ে যায়।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা সুন্দর আলীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে হবিগঞ্জের সহকারী পুলিশ (উত্তর) সাজিদুর রহমান বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।