ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

গরু-খাসি দিয়ে ভূরিভোজ, কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
গরু-খাসি দিয়ে ভূরিভোজ, কাউন্সিলর প্রার্থীকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: একটি গরু, দু’টি খাসি জবাই করে, সেইসঙ্গে মুরগির মাংস দিয়ে প্রায় হাজার খানেক ভোটার ও সমর্থকদের দাওয়াত করে পেট পুরে খাইয়েছেন নড়াইল পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এহসানুল কবির।

এতে ‍আচরণবিধি ভঙ্গের দায়ে ৯নং ওয়ার্ডের ওই কাউন্সিলর প্রার্থীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।



সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ জরিমানা করেন।
 
নড়াইল পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, প্রতীক বরাদ্দের দিনেই এহসানুল কবির নিজ বাড়িতে প্রায় এক হাজার লোককে গরু, খাসি ও মুগরির মাংস দিয়ে আপ্যায়ন করেছেন। এজন্য তাকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।