ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

লক্ষ্মীপুরে প্রতীক পেলেন ১৩ মেয়রসহ ১৪৪ প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
লক্ষ্মীপুরে প্রতীক পেলেন ১৩ মেয়রসহ ১৪৪ প্রার্থী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ৩টি পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ১৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পান প্রার্থীরা।



রায়পুর পৌরসভা মেয়র পদে ৫ জন, রামগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৫ জন ও রামগতি পৌরসভায় মেয়র পদে ৩ জন রয়েছেন।
 
এছাড়া রায়পুর পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মাইনুল ইসলামকে কম্পিউটার ও রামগঞ্জে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী খায়রুল ইসলামকে খেজুর গাছ প্রতীক দেওয়া হয়েছে।

রায়পুরে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ জন, রামগঞ্জে সাধারণ কাউন্সিলর ৬০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ১ জন এবং রামগতিতে সাধারণ কাউন্সিলর ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ১০ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।