ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

সারিয়াকান্দিতে প্রার্থিতা ফেরত পেলেন ২ প্রার্থী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
সারিয়াকান্দিতে প্রার্থিতা ফেরত পেলেন ২ প্রার্থী

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া তিনজন মেয়র প্রার্থীর মধ্যে হাইকোর্টে আপিল আবেদন করে দুইজন প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী র্কমকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান তাদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন।



দুই প্রার্থী সাবেক পৌর মেয়র আব্দুল হামিদ সরদার (জগ) ও আব্দুর রশিদ ফারাজি (চামচ) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল হক বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে, ০৬ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার প্রত্যয় হাসান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। পরে ১০ ডিসেম্বর শুনানি শেষে তাদের আপিল আবেদন খারিজ করে দেন। পরে হাইকোর্টে আপিল আবেদন করেন তারা।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এএটি/এসএস




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।