ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

আ’লীগ ভোট ছিনতাইয়ের পাঁয়তারা করছে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আ’লীগ ভোট ছিনতাইয়ের পাঁয়তারা করছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ চৌধুরী টুকু বলেছেন, আওয়ামী লীগ ভোট ছিনতাই করার পাঁয়তারা করছে, তারা বিএনপির ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা সৃষ্টি করার নীলনকশা করছে, তাদের সে আশা পূরণ হবেনা।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদীর পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপির মেয়র প্রার্থী মকলেছুর রহমান বাবলুর নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



তিনি ঈশ্বরদীর বিএনপি নেতাকর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, খালেদা জিয়ার ধানের শীষ আজ আনুষ্ঠানিকভাবে বাবলুর হাতে তুলে দিলাম, আপনারা সাহস করে ভোটকেন্দ্রে যাবেন, প্রয়োজনে ব্যালট বাক্স পাহারা দিয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মকলেছুর রহমান বাবলুকে পুনরায় মেয়র নির্বাচিত করে খালেদা জিয়ার ধানের শীষের মর্যাদা রাখবেন।

পথ সভায় কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আব্দুল মমিন তালুকদার, পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মুসা, সহ সভাপতি ও ঈশ্বরদী পৌর নির্বাচনে বিএনপির মনিটরিং টিমের প্রধান কে এম মুসা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা, সহ সভাপতি মাসুদ খন্দকার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট, ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা, সহ সভাপতি জিয়াউল হাসান সন্টু সরদার, হাসিবুর রহমান হাক্কে মণ্ডল, সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক রুহুল আমিন বাবুল, সাড়া ইউপির চেয়ারম্যান জার্জিস হোসেন, দাশুড়িয়ার চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি, ঈশ্বরদী পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাস, সিনিয়র সহ সভাপতি কে এম আক্তারুজ্জামান আক্তার, সহ সভাপতি আলমগীর হোসেন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক ইমরুল কায়েস সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

পথ সভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা মেয়র প্রার্থী বাবলুকে সঙ্গে নিয়ে ঈশ্বরদীর স্টেশন রোড ও বাজার এলাকার জনসাধারণের সঙ্গে দেখা করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।   

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।