ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

জামালপুরে বিএনপির প্রার্থীর সংবাদ সম্মেলনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
জামালপুরে বিএনপির প্রার্থীর সংবাদ সম্মেলনে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এছাড়াও বিএনপি নেতা-কর্মীদের যৌথবাহিনী দিয়ে হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করা হয়েছে।



শনিবার(১৯ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির মেয়র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম মনি এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে সভা সমাবেশ করছে। তারা বিএনপি প্রার্থীর ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলছে এবং প্রচারণায় বাধা দিচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন তিনি।
 
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল, অ্যাডভোকেট শাহজাহান, আহছানুজ্জামান রুমেল, ছাইদুর রহমান খোকা, মাইনুদ্দিন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।