চান্দিনা (কুমিল্লা): নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লার চান্দিনা উপজেলায় ১ নম্বর ওয়ার্ড সাধারণ কাউন্সিলর প্রার্থী আব্দুর রহিমকে (পানির বোতল) পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী আইন-শৃঙ্খলা সম্পর্কিত এক জরুরি সভায় রিটার্নিং অফিসার (ইউএনও) সুমন চৌধুরী এ জরিমানা করেন।
নির্বাচনী সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুল হক বাংলানিউজকে বলেন, প্রার্থী আব্দুর রহিমের নির্বাচনী প্রচারণার পোস্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন দোকান-পাট ও বাসভবনের দেয়ালে টাঙানো হয়েছে। এ কারণে তাকে এ জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী, তিন মেয়র প্রার্থী, ৩৭ সাধারণ ওয়ার্ড কাউন্সিলর সাত সংরক্ষিত নারী কাউন্সিলরা।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এএটি/আরএ