ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

তোপে পড়ে সটকে পড়লেন বিএনপি নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
তোপে পড়ে সটকে পড়লেন বিএনপি নেতা

বগুড়া: বগুড়ায় বিএনপির আঞ্চলিক নির্বাচন মনিটরিং কমিটির সভায় তৃণমূল নেতাকর্মীদের তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত সভাস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম।
 
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ এনে দলের ক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির এ নেতার বহিষ্কার দাবি করেন।

এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আঞ্চলিক নির্বাচন মনিটরিং কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।  
 
রোববার (২০ডিসেম্বর) দুপুরে শহরের নবাববাড়ী রোড়স্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষের দিকে এ ঘটনা ঘটে।
 
দলীয় সূত্র জানা যায়, রোববার বেলা ১১টার দিকে বগুড়ার নয়টি পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের নিয়ে জেলা বিএনপি কার্যালয় আঞ্চলিক মনিটরিং কমিটির সভা শুরু হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন মনিটরিং কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে প্রধান অতিথির বক্তব্য শেষে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম তৃণমূল নেতাকর্মীদের সমস্যা শোনার জন্য প্রধান অতিথিকে আহ্বান জানান।
 
এরই পরিপ্রেক্ষিতে প্রধান অতিথি মীর শাহে আলমকে উদ্দেশ্য করে বলেন, সমস্যা শোনার আগে তোমাকে ধরা লাগবে। কারণ তুমি নিজেই নানা সমস্যা তৈরি করেছ। আগে তোমাকে ঠিক হতে হবে।
 
এসময় মঞ্চের সামনে থাকা তৃণমূল নেতাকর্মীরা হট্টগোল শুরু করেন। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীরা মীর শাহে আলমকে দল থেকে বহিষ্কারের জোরালো দাবি জানান। মুহূর্তে সভাস্থলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। নেতাকর্মীদের তোপের মুখে পড়েন বিএনপি নেতা মীর শাহে আলম।
 
পরে অবস্থা বেগতিক বুঝে সভাস্থল ত্যাগ করেন মীর শাহে আলম। এসময় কয়েকজন সিনিয়র নেতা পরিস্থিতি সামাল দিয়ে সভার সমাপ্ত ঘোষণা করেন।
 
সভায় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, আব্দুল মোমিন তালুকদার খোকা ছাড়াও বিভিন্ন পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা উপস্থিতি ছিলেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম জানান, সভায় হট্টগোল হতেই পারে। তবে সভায় তিনি কোনো বক্তব্য দেননি। তাই এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
 
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।