ঝিনাইদহ: প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী খলিলুর রহমান।
সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সভাপতি এম এ ওহাব, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট এম এ মজিদ, শৈলকুপা পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় তারা অভিযোগ করেন, নিবাচনী প্রচারণায় সরকার দলীয় প্রার্থীরা বাধা দিচ্ছে, নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলাসহ নানা ভাবে হুমকি ধমকি দিচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনের দাবিও জানান বক্তারা।
এর আগে রোববার দুপুরে শৈলকুপায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী খলিলুর রহমানের ইটভাটায় হামলা চালায় দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
পিসি/