ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

খাগড়াছড়িতে বিভক্ত বিএনপির ঐক্যবদ্ধ প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
খাগড়াছড়িতে বিভক্ত বিএনপির ঐক্যবদ্ধ প্রচারণা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন নিয়ে বিভক্ত বিএনপি অবশেষে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। এতে করে বদলে যাচ্ছে ভোটের হিসাব।



নির্বাচন নিয়ে বিভক্তি থাকায় বেকায়দায় পড়া বিএনপির পালে নতুন হাওয়া লেগেছে। নেতাকর্মীরাও নতুন করে চাঙ্গা হতে শুরু করেছেন।

খাগড়াছড়ি পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে এমন আভাস মিলেছে।

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বাধীন বিএনপির একাংশ দলীয় প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টুকে মনোনয়ন দেয়। কিন্তু সমীরণ দেওয়ানের নেতৃত্বাধীন বিএনপির অপর অংশের নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, যুবদল নেতা আব্দুস সালামসহ নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

তবে দলের স্বার্থে রাজনৈতিক বিভক্তি ভুলে অবশেষে এক হয়েছে দুই পক্ষ। সমীরণ দেওয়ানের পক্ষের নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থী আব্দুল মালেক মিন্টুর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। ফলে ঐক্যবদ্ধ বিএনপির প্রচারণায় বদলে যেতে শুরু করেছে খাগড়াছড়ির ভোটের হাওয়া।

এ বিষয়ে যুবদল নেতা আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, দলের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঐক্যবদ্ধ প্রচারণা চালিয়ে ধানের শীষকে বিজয়ী করবো।

বিএনপি একাংশের নেতা ও সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা বলেন, এবারের নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে তাই অন্য কারো পক্ষে কাজ করার সুযোগ নেই। দলের বৃহত্তর স্বার্থে আমরা আব্দুল মালেক মিন্টুর পক্ষে কাজ করবো।

তবে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রবীণ চন্দ্র চাকমা জানান, বিষয়টি সম্পর্কে এখনো আমি অবগত নই।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।