সাতক্ষীরা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওসমান গণিকে ফের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দশ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন বাংলানিউজকে বলেন, ১৭ ডিসেম্বর কাউন্সিলর প্রার্থী ওসমান গণি ভোটারদের প্রভাবিত করতে শহরের মোজাফফর গার্ডেনে একটি এনজিওর আড়ালে বনভোজনের আয়োজন করেন। ওই বনভোজনের ভিডিও চিত্রসহ একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনোয়ার হোসেন অনু, আইয়ুব আলী ও শেখ শরিফুল ইসলাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে অভিযোগ করেন।
সোমবার বিকেলে তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩১ (১) ধারায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ওসমান গণি বাংলানিউজকে বলেন, আমি বনভোজনে গিয়েছিলাম। কিন্তু ভোটারদের প্রভাবিত করেনি।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এএটি/আরএ