ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৩ প্রার্থীর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৩ প্রার্থীর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মানিক মিয়ার (পানির বোতল প্রতীক) বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে অপর তিন প্রার্থী স্থানীয় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) আখাউড়া উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া অভিযোগ পত্রে আর্থিক লেনদেন, প্রভাব বিস্তার ও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কথা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।



লিখিত অভিযোগ দেওয়া একই ওয়ার্ডের অপর তিন প্রার্থী হলেন-দীপংকর ঘোষ নয়ন, শিপন হায়দার ও মো. হারুন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নিতে আখাউড়া রিটার্নিং অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে থানায় চিঠি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী মানিক মিয়া বলেন, আমার পক্ষে সমর্থন বেশি দেখে ওই তিন প্রার্থী ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অভিযোগ দিয়েছেন। এসব অভিযোগ যদি তারা প্রমাণ করাতে পারে তাহলে আমি যেকোন বিচার মেনে নেব।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।