ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

সাতক্ষীরায় জনগণের মুখোমুখি প্রার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সাতক্ষীরায় জনগণের মুখোমুখি প্রার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় জনগণের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন পৌর নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। একই সঙ্গে শপথ নিলেন কালো টাকা দিয়ে ভোট না কেনার ও দুর্নীতি প্রতিরোধ করার।



বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সচেতন নাগরিক কমিটি-সনাক, সাতক্ষীরা আয়োজিত প্রার্থী পরিচিতি ও জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তারা এ শপথ নেন।

সনাক-সাতক্ষীরার সভাপতি ড. দিলারা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সনাকের স্থানীয় সরকার উপ-কমিটির আহ্বায়ক একেএম শহীদুল্যাহ, টিআইবির সিনিয়র প্রোগ্রাম অফিসার কাজী শফিকুর রহমান, প্রভাষক অলিউর রহমান, সুলতানা শিলা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ভোট না কেনার ও দুর্নীতি প্রতিরোধের জন্য  মেয়র ও কাউন্সিলদের শপথ বাক্য পাঠ করানো হয়।

পরে জনগণের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ সাহাদাৎ হোসেন, বিএনপির মেয়র প্রার্থী তাজকিন আহমেদ চিশতী, জাতীয় পার্টির মেয়র প্রার্থী শেখ আজহার হোসেন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।