ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

কচুয়ায় প্রার্থিতা ফিরে পেলেন ১ মেয়র প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
কচুয়ায় প্রার্থিতা ফিরে পেলেন ১ মেয়র প্রার্থী

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন মো. আহসান হাবিব প্রাঞ্জল নামে এক মেয়র প্রার্থী।


বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাইকোর্টের বিচারপতি এম এস এমদাদুল হক ও আবু তাহের মো. সাইফুর রহমানের যৌথ বেঞ্চ (৩৪ নম্বর বেঞ্চ) তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।



সন্ধ্যায় আহসান হাবিবের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে তথ্য গোপনের অভিযোগে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন আহসান হাবিবের মনোনয়নপত্র বাতিল করেন। পরে আহসান হাবিব প্রাঞ্জল উচ্চ আদালতে (হাইকোর্টে) আপিল করলে আদালত এ রায় দেন।

এ রায়ের ফলে কচুয়া পৌরসভায় মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকীরা হলেন- আওয়ামী লীগের নাজমুল আলম স্বপন, ইকবাল আজিজ শাহিন, বিএনপির গাজী সাহিন ও বর্তমান মেয়র হুমায়ুন কবির প্রধান।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।