ঈশ্বরদী(পাবনা): পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাচনী এলাকার দেওয়ালে পোস্টার সাঁটানোর দায়ে ওই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ।
বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) দুপুরে তাদের জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ বাংলানিউজকে জানান, ঈশ্বরদী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল ইসলাম মনি(বোতল) এবং ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফিজ আল সামসকে (পাঞ্জাবি) আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে জেলা রিটার্নিং কর্মকর্তার দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ জরিমানা আদায় করা হয়।
তাদের প্রত্যেকের কাছ থেকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা ছাড়াও আচরণ বিধিমালার বিষয়ে সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
পিসি