ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

খাগড়াছড়িতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
খাগড়াছড়িতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলম।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।



তিনি বলেন, আওয়ামীলীগ-বিএনপি আমরা জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানারকম ভিত্তিহীন কথা বলছে।
তাদের লোকজন আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে ও যত্রতত্র উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমার নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তিনি আচরণবিধি লঙ্ঘন করছেন না দাবি করে বলেন, আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী প্রতিদিন সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন জায়গায় মিছিল ও শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করছেন।

গত ২৩ ডিসেম্বর এক সংবাদ সম্মেলন থেকে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া যে অভিযোগ  করেছেন তা উদ্দেশ্যমূলক বলে দাবি করেন তিনি।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।