ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

মদনে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
মদনে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

নেত্রকোনা: প্রচারণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নেত্রকোনার মদনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম হান্নান ও স্বতন্ত্র মেয়র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে তাদের জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌসিফ আহমেদ আওয়ামী লীগ প্রার্থী হান্নানকে ২শ’ টাকা জরিমানা করেন। আপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খুরশীদ শাহরিয়ার স্বতন্ত্র প্রার্থী মোদাচ্ছেরকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরী বাংলানিউজকে জানান, ২ ইউনিট মাইক নিয়ে মেয়র প্রার্থী হান্নানের প্রচারণা চালানো হয়। আর স্বতন্ত্র প্রার্থী মোদাচ্ছেরের প্রচারণায় পিকআপ ভ্যান ব্যবহার করা হয়। এ কারণে তাদের দু’জনকে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।