শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হায়দার আলীর বাড়ির সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ স্বতন্ত্রপ্রার্থীর কর্মীরা এ হামলা চালিয়েছ।
শনিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
হায়দার আলীর ছেলে কামরুল হাসান পাবেল বাংলানিউজকে অভিযোগ করে বলেন, রাত সাড়ে ৮টার দিকে স্বতন্ত্র প্রার্থী বাবু রাড়ির সন্ত্রাসীরা আমাদের বাড়িতে প্রায় ২০টির মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এসময় বাড়ির সামনে থাকা দু’টি মোটরসাইকেলও ভাঙচুর করে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হায়দার আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। দু’টি মোটরসাইকেলও ভাঙচুর করেছে হামলাকারীরা। বিষয়টি আমরা দেখছি।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র মেয়রপ্রার্থী শহীদুল ইসলাম বাবু রাড়ি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়দার আলীর সমর্থকদের মধ্যে শনিবার দুপুরে পৌরসভা নির্বাচনে আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ আহত হন। এর জের হিসেবে এ হামলা হতে পারে।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এএ/