কুষ্টিয়া: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী জাকারিয়া খান জেমসের তিন কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত এ সাজার নির্দেশ দেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকারিয়া খান জেমসের কর্মী হেলাল উদ্দিন (৪৮), উজ্জল শেখ (৩০) ও টোকন শেখ (৪৮)।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার রাতে নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে হেলাল উদ্দিন, উজ্জল শেখ ও টোকন শেখ প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের আটক করে।
পরে রোববার বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ডের আদেশ দেন সহকারী রির্টানিং অফিসার সাহেলা আক্তার।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এএটি/এসআর