ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

নালিতাবাড়ীতে সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
নালিতাবাড়ীতে সংঘর্ষে আহত ৫

শেরপুর: নালিতাবাড়ী পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্থানীয় শহীদ মিনার এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে।



নালিতাবাড়ী থানার  উপ-পরির্দশক (এস আই) আরিফ হোসাইন বাংলানিউজকে জানান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু বক্কার ও বিদ্রোহী প্রার্থী আব্দুল হালিম উকিলের সমর্থকরা মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় আসলে হঠাৎ দু’পক্ষের সর্মথকদের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এতে ৫ জন আহত হন।

আহতরা হলেন, প্রার্থী আব্দুল হালিম উকিলের ভাই রাজা মিয়া (৫০), সেলিম (৪০), কাদির (৫০), হাসমত আলী (২৮) ও নাদিম ভূঁইয়া (২৮)। এদের মধ্যে গুরুতর আহত রাজা মিয়া, সেলিম ও কাদিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।