ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

কুলিয়ারচরে নৌকা প্রতীকের সমর্থককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
কুলিয়ারচরে নৌকা প্রতীকের সমর্থককে জরিমানা

কিশোরগঞ্জ: আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থক নন্দ লাল দাসকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় পাঁচ ড্রাম খিঁচুড়িও ধ্বংস করেন আদালত।



রোববার (২৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে আটটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এ দণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, রোববার রাতে কুলিয়ারচর উপজেলার দাসপাড়ার লোকনাথ মন্দির প্রাঙ্গণে নৌকা প্রতীকের সমর্থকরা এক পথসভার আয়োজন করেন। এ সময় সেখানে উপস্থিত জনসাধারণের জন্য খাবারেরও (খিঁচুড়ি) আয়োজন করেন তারা। এ জন্য নৌকা প্রতীকের এক সমর্থককে জরিমানা ও খাবার ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, নির্বাচনী আচরণ বিধি-২০১৫ এর ২০ ধারায় মন্দির, মসজিদে নির্বাচনী পথসভা করা যাবে না।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।