ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

কুমিল্লা-চাঁদপুর-লক্ষ্মীপুরে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
কুমিল্লা-চাঁদপুর-লক্ষ্মীপুরে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

কুমিল্লা: পৌরসভা নির্বাচন-২০১৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) রাত থেকে তিন জেলার নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে ১০ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৩ টি জেলার কুমিল্লার চান্দিনা, দাউদকান্দি, বরুড়া, চৌদ্দগ্রাম, হোমনা ও লাকসাম পৌরসভা, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ, কচুয়া, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ ও ছেংগারচর (মতলব উত্তর) পৌরসভা এবং লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও রায়পুর পৌরসভায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান বাংলানিউজকে জানান, প্রতিটি পৌরসভায় ১ প্লাটুন করে (৩৫ জন) সর্বমোট ১৩ প্লাটুন বিজিবি (২ জন অফিসারসহ) মোতায়েন করা হয়েছে। পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় মোতায়েনকৃত প্রতিটি প্লাটুনের বিজিবি সদস্য ৩ টি সেকশনে বিভক্ত হয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।