ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

মৌলভীবাজার পৌর নির্বাচন

৪ পৌরসভায় ভোটকেন্দ্র ৪১, ঝুঁকিপূর্ণ ২৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
৪ পৌরসভায় ভোটকেন্দ্র ৪১, ঝুঁকিপূর্ণ ২৮

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার ৪টি পৌরসভায়  ৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে ইতোমধ্যে ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।



সোমবার (২৮ ডিসেম্বর) জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল বাংলানিউজকে জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন ছাড়াও সর্বোচ্চ সতর্ক পদক্ষেপ নেওয়া হবে।

মৌলভীবাজার সদর পৌরসভায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো, শাহ মোস্তফা কলেজ, কলিমাবাদ, পিটিআই স্কুল, নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়হাট, টাউন কামিল মাদ্রাসা, গবিন্দশ্রী হাজী নসির উদ্দিন বিদ্যালয়।

এছাড়া কুলাউড়া পৌরসভায় ৯টি ভোটকেন্দ্রের  মধ্যে ৫টি, কমলগঞ্জে ৯টির মধ্যে ৬টি ও বড়লেখা পৌরসভায় ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।