ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

মধ্যরাতের আগে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
মধ্যরাতের আগে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে সোমবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতের আগেই বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী বুধবার (৩০ ডিসেম্বর) দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বহিরাগতদের জন্য এ নির্দেশনা দিয়েছে ইসি।

সোমবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সোমবার দুপুর রাতের (মধ্যরাত) আগেই সব নির্বাচনী এলাকা থেকে বহিরাগতদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছি।

তিনি আরও বলেন, এর আগে ইসির উপ-সচিব মো. সামসুল আলম রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনা অনুযায়ী ২৮ অক্টোবর মধ্যরাত (১২টার আগে) বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়তে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। এ ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট পৌরসভার ভোটার নন, তাদের সবাইকে এলাকা ছাড়তে হবে।

শাহ নেওয়াজ বলেন, যত প্রস্তুতি সবই আছে। প্রচারণাও মধ্যরাত থেকে বন্ধ। জঙ্গি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীই ব্যবস্থা নেবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।

নির্বাচনী পরিস্থিতি অবনতির বিষয়ে বিএনপির অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় বেশি অভিযোগ হয়ে যায়। আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।

‘কোনো সমস্যা হবে না’ মন্তব্য করে ভোটারদের ভোটকেন্দ্রে যেয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এ নির্বাচন কমিশনার।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।