চুয়াডাঙ্গা: পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের বাড়ি-বাড়ি গিয়ে নির্যাতন ও হয়রানি করছে বলে অভিযোগ করেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মহিউদ্দীন।
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে তিনি এ হয়রানি বন্ধের দাবি করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসান কাদির গণুর লোকজন তার নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছেন। রাতে বাড়ি-বাড়ি গিয়ে পুলিশ তার নেতাকর্মী ও সমর্থকদের নির্যাতন করছে। এ নির্যাতন ও হয়রানির ভয়ে বিএনপির নেতাকর্মীরা এলাকায় থাকতে পারছে না। এছাড়া তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলেও দাবি করেন মীর মহিউদ্দীন।
তাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তিনি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মজু, আহ্বায়ক কমিটির সদস্য সরদার আলী হোসেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম জেনারেল ইসলাম ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসআর