ঢাকা: ময়মনসিংহের ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হককে প্রত্যাহারের জন্য মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তার বিরুদ্ধে পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থীকে ভয়-ভীতি ও হুকমি দেওয়ার অভিযোগের সত্যতা মেলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।
এর আগে চট্টগ্রামের সাতকানিয়া, কালকিনি, কুলাউড়া ও মতলব উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করার নির্দেশনা দেয় ইসি। এছাড়া আরও বেশ ক’টি থানার ওসির অনিয়ম খতিয়ে দেখছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
বুধবার (৩০ ডিসেম্বর) দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ হবে। এতে মেয়র পদে দলীয় এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ হবে। নির্বাচনে ২০টি দল মেয়র পদে প্রার্থী দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
ইইউডি/আইএ