ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

হবিগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
হবিগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ছবি: ফাইল ফটো

হবিগঞ্জ: হবিগঞ্জের ৫ পৌরসভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৫ পৌরসভায় ৫ প্লাটুন এবং ১ প্লাটুন রিজার্ভে থাকবে।



জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫ পৌরসভার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবির পাশাপাশি ৯০ জন র‌্যাপিড ‍অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ৮৭৪ জন পুলিশ দায়িত্ব পালন করবে।

এছাড়া হবিগঞ্জ পৌরসভায় ১১ জনসহ জেলার ৫ পৌরসভায় ৩৫ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।