ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

গাইবান্ধার ৩ পৌরসভা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
গাইবান্ধার ৩ পৌরসভা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে প্রতিটি কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টসহ পুলিশ-আনসার-ভিডিপি সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়।



গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজম বাংলানিউজকে জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৯ জন পুলিশ ও আনসার সদস্য থাকবেন। এছাড়া ৩ কেন্দ্রে মিলে একজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

সোমবার দুপুর থেকে ৩ পৌর এলাকায় র‌্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।   

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।