টাঙ্গাইল থেকে: প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরুর আগে থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে আসছেন ভোটাররা।
টাঙ্গাইলের ৮টি পৌরসভায় আওয়ামী লীগ বিএনপি থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ মেয়র প্রার্থী।
সকালে টাঙ্গাইল সদর পৌর এলাকার কুমুদিনী সরকারি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকালের শীতের প্রকোপ উপেক্ষা করে ভোট কেন্দ্র আসছেন ভোটাররা। নারী-পুরুষ নির্বিশেষে সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
টাঙ্গাইল সদর পৌর সভার মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জামিলুর রহমান মিরন, বিএনপি সমর্থিত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতী মাহমুদুল হক সানু। তিনি বিএনপির অঙ্গ সংগঠন তাঁতী দলের জেলা সেক্রেটারি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল কাদের, খেলাফত মজলিশের হাসনাত আল আমিন। এ পৌরসভায় ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭৪ জন এবং ৬টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, টাঙ্গাইলে সকালে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের বেশ উপস্থিতি দেখা যায়। কুমুদিনী সরকারি কলেজ, বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুল ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
কুমুদিনী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট চলছে। আশা করছি, সারাদিনই শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে।
১৭নং ওয়ার্ডের পাঁচবারের কাউন্সিলর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান সবুর বলেন, প্রথম ভোটটা আমি দিয়েছি। খুব ভালো লাগছে। ভোটাররা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে
ভোট দেবেন এটাই আমার প্রত্যাশ। আর আমাদের টাঙ্গাইলে এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি।
বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫/ আপডেট: ০৯৪৫ ঘণ্টা
ইএস/জেডএফ/টিআই