ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

মৌলভীবাজারের চার পৌরসভায় ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মৌলভীবাজারের চার পৌরসভায় ভোটগ্রহণ চলছে

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার চার পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকেই লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের অপেক্ষা করতে দেখা যায়।



মৌলভীবাজার সদর পৌরসভায় আওয়ামী লীগের ১ জন, বিএনপির ১ জনসহ মোট ৫ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন।

সকালে আওয়ামী লীগ প্রার্থী মো. ফজলুর রহমান শহরের আবু শাহ দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন। এদিকে বিএনপি প্রার্থী অলিউর রহমান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

মৌলভীবাজার সদর পৌরসভায় ৩৮ হাজার ১শ’ ৯১ জন ভোটারের জন্য  ১৪টি ভোট কেন্দ্র রয়েছে।

মৌলভীবাজার সদর পৌরসভার রির্টানিং অফিসার মাসুকুর রহমান সিকদার বাংলানিউজকে জানান, অবাধ ও সুষ্ঠু  নির্বাচনের জন্য ১০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া র‌্যাব, বিজিবি এবং পুলিশের কয়েকটি টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষায়  কাজ করছে।

মৌলভীবাজারের চার পৌরসভায় (সদর, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ) ৮১ হাজার ৯২৩ জন ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। ভোটারদের মধ্যে ৩৯ হাজার ৬৩৫ জন নারী ও ৪২ হাজার ২৮৮ জন পুরুষ। চার পৌরসভায় ৪১টি কেন্দ্রে ২৩৭টি কক্ষে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।