ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

উৎসবমুখর পরিবেশে কুয়াকাটায় ভোটগ্রহণ শুরু

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
উৎসবমুখর পরিবেশে কুয়াকাটায় ভোটগ্রহণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় কুয়াকাটার ৯টি কেন্দ্রে এক যোগে ভোটগ্রহণ শুরু হয়।



তবে শীতের তীব্রতা বেশি থাকায় ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তবে নারী ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল।

প্রথমবারের কুয়াকাটা পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নিয়োজিত করা হয়েছে ৭ জন ম্যাজিষ্ট্রেট, ৩০ জন বিজিবি, ১৫জন র‌্যাব, একজন পরিদর্শক, ১৭ জন উপপরিদর্শক, ১৮ জন সহকারী উপপরিদর্শক, ১২২ জন পুলিশের কনস্টেবল এবং ১০ জন আনসার সদস্য।  

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।