শরীয়তপুর: শরীয়তপুরের ৫টি পৌরসভার ৫৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
তবে ভোট একটু ধীরে হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন ভোটার। কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রার্থীর এজেন্টরা জানিয়েছেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।
শরীয়তপুর পৌরসভার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও পালং উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে এ তথ্য পাওয়া যায়।
শরীয়তপুর পৌরসভায় মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের মো. রফিকুল ইসলাম কোতোয়াল (নৌকা), বিএনপির সরদার একেএম নাসীর উদ্দিন কালু (ধানের শীষ), জাসদের আমীর হোসেন (মশাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আয়েত আলী (হাতপাখা) ও স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) মো. ফারুক আহম্মেদ তালুকদার (নারিকেল গাছ)।
এর মধ্যে ফারুক আহমেদ তালুকদার রফিকুল ইসলাম কোতোয়ালকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএ