ধুনট(বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ধুনট পৌরসভার ৯টি কেন্দ্রের ৩১টি কক্ষে (বুথ) এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এবার ধুনট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে মেয়র পদে আওয়ামী লীগে মনোনীত শরীফুল ইসলাম খান (নৌকা), বিএনপি মনোনীত আলিমুদ্দিন হারুন মন্ডল (ধানের শীষ) এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ (জগ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ২৪ জন সাধারণ কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল থেকেই ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা সারিবদ্ধভাবে ভোট কেন্দ্রে দাঁড়িয়েছেন। ইতিমধ্যেই ভোটকেন্দ্রে প্রায় ৪০ শতাংশ ভোটারের উপস্থিতি রয়েছে।
ধুনট পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯হাজার ৯১৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৯০৬জন এবং নারী ভোটার ৫ হাজার ১০ জন। ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরআই