ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

নরসিংদী থেকে সেরাজুল ইসলাম

টাটাপাড়ায় ভোটকেন্দ্রে উত্তেজনা, আটক এক

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
টাটাপাড়ায় ভোটকেন্দ্রে উত্তেজনা, আটক এক

নরসিংদী থেকে: নরসিংদী জেলার মাধবদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে উত্তেজনা চলছে।

বুধবার (৩০ ডিসেম্বর) ভোটগ্রহণ শুরুর পর কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ মাতবর আলী প্রধানের লোকজন ভোটকেন্দ্রে প্রবেশের মুখে সমস্যা সৃষ্টি করছিলেন বলে অভিযোগ করেছেন অপর কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন।



দেলোয়ার হোসেন উট পাখি প্রতীক ও হাজী মোহাম্মদ মাতবর আলী পাঞ্জাবি প্রতীক নিয়ে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেলোয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্রের প্রবেশমুখে পাঞ্জাবি মার্কার লোকজন ঝামেলা করছিলেন। আর তাতে বাধা দেন আমার কর্মীরা।

এ সময় পুলিশ দেলোয়ার হোসেনের ভাই কাজি ওয়াসিমকে আটক করে।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার বেলায়েত হোসেন বলেন, সকালে এ কেন্দ্রে সামান্য একটু সমস্যা হয়েছিলো। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটদানে এ ঘটনা কোনো প্রভাব ফেলেনি।

টাটাপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হজার ২৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ২২১ জন ও নারী ভোটার ১ হাজার ৭৬ জন।
নরসিংদী জেলার বাকি সব ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ার মতো।  

বাংলাদেশ সময়: ১০৩২ ঘন্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।