ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

মধুপুরে নিরাপদে ভোটগ্রহণ চলছে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মধুপুরে নিরাপদে ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের মধুপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।



এবারের নির্বচনে মেয়র পদে ৩, নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪১ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ নৌকা প্রতীক নিয়ে, বিএনপির মনোনীত প্রার্থী শহীদ সরকার ধানের শীর্ষ প্রতীক নিয়ে এবং পাখা প্রতীক নিয়ে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেলের মনোনীত প্রার্থী হারুন অর রশীদের মধ্যে ভোটের লড়াই চলছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।