ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

রাঙামাটিতে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

শংকর হোড়, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
রাঙামাটিতে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল আটটা থেকে শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রায় প্রতিটি কেন্দ্রেই বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে।



এবারের নির্বাচনে বিপুলসংখ্যক পাহাড়ি ও বাঙালি ভোটারও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন। শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের সক্রিয় দেখা গেছে।

এখানে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর ১২টি পদে লড়ছেন ৪৬ জন প্রার্থী।

পৌরসভার ৫৮ হাজার ৩৯৭ জন ভোটার।

রিটার্নি কর্মকর্তা মো. মোস্তফা জামান জানান, সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।