সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও এক কাউন্সিলর প্রার্থীর (বিএনপি সমর্থক) সমর্থকরা ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলি (রাবার বুলেট) ছুঁড়েছে পুলিশ।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ভোটগ্রহণ শুরুর পর দুপুর ১টার দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের মুসলিম উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
ভোটাররা জানান, নৌকা প্রতীকধারী মেয়র প্রার্থী অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন ও বিএনপি সমর্থক কাউন্সিলর প্রার্থী জোবায়দুল ইসলাম মিন্টুর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে পুলিশ তা প্রতিহত করে।
এ বিষয়ে রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনার জেরে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এইচএ/