ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

রায়গঞ্জে ২টি কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
রায়গঞ্জে ২টি কেন্দ্রে  পুনঃনির্বাচনের দাবি

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ এনে দুটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী।

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১ টার দিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নূর সাঈদ সরকার ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন আকন্দ ওই দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে পুনঃ নির্বাচনের দাবি জানান।

এ বিষয়ে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দেবেন বলে বাংলানিউজকে জানান তারা।

তবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ইকবাল আক্তার জানান, এ বিষয়ে লিখিত বা মৌখিক কোন দরখাস্ত আমরা পাইনি।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমআইকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।