গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে একটি ভোটকেন্দ্রে ব্যালটের মুড়িতে ভোট কর্মকর্তার স্বাক্ষরবিহীন ৪৫টি ব্যালট (ভোট) বাতিল করেছেন গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মো. শহীদুল্লাহ্ শহিদ অভিযোগ করেন মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-২ (মুক্তিযোদ্ধা একাডেমিক ভবন নীচতলা কেওয়া পশ্চিম খণ্ড) কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কেন্দ্রে ব্যালট পেপারের মুড়ি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় (৪৭৯৫৫-৪৮০০০) ৪৫টি ব্যালট পেপারের মুড়ির অংশে পোলিং অফিসারের স্বাক্ষর নেই। ভোটারদেরও স্বাক্ষর ও টিপসই ছিলো না। ফলে ব্যালট বাক্সের ভেতর ফেলানো হলেও ওই ৪৫টি ব্যালট তথা ভোট গণনার সময় বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ, ওইগুলো গণনার আওতায় আনা হবে না।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. খালেকুজ্জামান বাংলানিউজকে জানান, পোলিং অফিসারদের ভুলের কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন। তবে কীভাবে ঘটনাটি ঘটলো সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএ