ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

ভোলা ও দৌলতখানে সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ভোলা ও দৌলতখানে সংঘর্ষ, আহত ১০

ভোলা: ভোলা সদর এবং দৌলতখানে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ ও এক কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলার খবর পাওয়া গেছে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভোট চলাকালে এ ঘটনা ঘটে।



স্থানীয় সূত্র জানায়, দৌলতখান ৯ নং ওয়ার্ডে ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুর বারেক ও আওয়ামী লীগ সমর্থিত আলমগীর হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

এছাড়া ভোলা পৌর ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রুহুল আমিনের বাড়িতে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলার ঘটনাটি সত্য নয়। তবে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।